দিন দিন বেড়েই চলছে কন্টাক্ট লেন্সের ব্যবহার। বিশেষ করে তরুণীরা খুবই আগ্রহী চোখ আকর্ষণীয় করে তোলার এই অনুষঙ্গে। অনেক নায়িকা-মডেলও…
দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাপলের প্রধান হার্ডওয়্যার প্রকৌশলী ড্যান রিচিও। দায়িত্ব ছাড়লেও অ্যাপল ছাড়ছেন না তিনি। জল্পনাকল্পনা, রিচিওকে গোপন এক দায়িত্ব দিচ্ছে মার্কিনী টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন, এখন থেকে সরাসরি অ্যাপল প্রধান টিক কুকের তত্ত্বাবধানে কাজ করবেন রিচিও৷
একই সময়ে রিচিওর আগের পদে দায়িত্ব নেবেন আরেক অভিজ্ঞ কর্মকর্তা জন টারনাস৷ হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে দলে যোগ দেবেন তিনি৷
দুই দশকের বেশি সময় আগে অ্যাপলের পণ্য নকশা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন রিচিও৷ ২০১০ সালে আইপ্যাড হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি৷ ম্যাক, আইফোন, আইপ্যাড এবং আইপড দলেরও নেতৃত্ব দিয়েছেন রিচিও৷
নতুন প্রকল্পের দিকে নজর দিচ্ছে অ্যাপল এবং স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে সামনে এগোচ্ছে প্রতিষ্ঠানটি৷
২০২৪ সালের মধ্যে নিজস্ব যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তিসহ প্রথম যাত্রীবাহী গাড়ি উন্মোচনের লক্ষ্য রয়েছে অ্যাপলের, গত মাসেই এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স৷