তথ্যপ্রযুক্তির এ সময়ে স্মার্টফোন নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির লকডাউনের সময়ে এর ব্যবহার বেড়েছে বহুগুণ। প্রায়ই দেখা যায়, অভিভাবকরা…
ব্যাগ তৈরির হবে চামড়া দিয়ে, নয়তো কাপড় বা প্লাস্টিক দিয়ে। এমন ধারণাকে পেছনে ফেলে ক্যাকটাস পাতা ব্যবহার করে ব্যাগ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দুই মেক্সিকান যুবক।
বার্তাসংস্থা রিপাবলিক এ তথ্য জানিয়েছে।
অ্যাড্রিয়ান ল্যাপেজ ভেলার্ড ( Adrián López Velarde) ও মার্টে কজারেজ (Marte Cázarez) নামের ওই দুই কৃষক অ্যাড্রিয়ানো দি মারতি (Adriano Di Marti) নামক সংস্থার ব্যানারে ডেসের্টো নামে ক্যাকটাস পাতা ব্যবহার করে একটি ফ্যাব্রিক তৈরি করার জন্য একটি নতুন কৌশল তৈরি করেন। তাই আসলে চামড়ার বিকল্প ব্যাগের মতো কাজ করেছে।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যাল (পেটা) জানিয়েছে, বিশ্বব্যাপী চামড়া শিল্প এক বিলিয়নেরও বেশি প্রাণীকে হত্যা করে তাদের চামড়ার প্রয়োজনে। যেসকল প্রাণীকে চামড়ার জন্য হত্যা করা হয়, তারা বেঁচে থাকতে যে পরিমাণ পানি না খায় তারচেয়ে বেশি পরিমান রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয় চামড়া প্রক্রিয়াজাত করতে। যা একপর্যায়ে পরিবেশের বিভিন্ন স্তরে গিয়ে মিলে মারাত্মক ক্ষতিকর প্রভাব তৈরি করে। এছাড়া প্লাস্টিকের ব্যবহারে তৈরি নকল চামড়াও ক্ষতিকর পরিবেশের জন্য।
ওই দুই উদ্যোক্তার তৈরি কৌশলে চামড়ার জন্য প্রাণী হত্যা বন্ধ থেকে শুরু করে পরিবেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও আশাবাদী অনেকে।