তথ্যপ্রযুক্তির এ সময়ে স্মার্টফোন নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির লকডাউনের সময়ে এর ব্যবহার বেড়েছে বহুগুণ। প্রায়ই দেখা যায়, অভিভাবকরা…
করোনার চিকিৎসায় সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছেন, তখন স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ ব্যবহারে অনুমতি দিল ভারত। মিথাইলপ্রিডনিসোলোনের বিকল্প হিসেবে এই স্টেরয়েড মাঝারি ও আশঙ্কাজনক কোভিড-১৯ রোগীকে দেয়া যেতে পারে। খবর এনডিটিভির
সম্প্রতি ব্রিটিশ গবেষণাগারে মোটামুটি ভাল ফলাফল দেখিয়েছে এই ওষুধ। তাই ব্যাপক হারে এর উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত গাইডলাইনে এই স্টেরয়েড ব্যবহারে অনুমোদন দিয়েছে।
এর আগে করোনা সংক্রমণের নতুন উপসর্গ স্বাদ ও গন্ধ বিলোপ পাওয়াকে গাইডলাইনে জায়গা দিয়েছিল। আর্থারাইটিসের মতো রোগে রোগীদের উপশম দিতে এই স্টেরয়েড অব্যর্থ। অনেক ক্ষেত্রে রোগীর অক্সিজেন সাপোর্ট খুলতে এই স্টেরয়েড কার্যকরী। ব্রিটিশ গবেষণাপত্রে সেই কার্যকরী উল্লেখ করা হয়েছে।