হেফাজতে ইসলামের নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২ টার…
পিপিই পরা চেহারা মানেই ব্যস্তসমস্ত ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মী; মহামারী শুরু থেকেই এই ধারণা মোটামুটি সবার মাথার মধ্যে গেঁথে গেছে। যদিও অন্য ক্ষেত্রেও এর ব্যবহার হতে দেখা গিয়েছে। কিন্তু তা বলে পিপিই কিট কি হয়ে উঠতে পারে চোরের পোশাক? বলা ভাল নিজেকে লুকিয়ে রাখার অব্যর্থ সরঞ্জাম! এক ভাইরাল ভিডিও দেখা মিলেছে এমনই এক চোরবাবাজীর। রাতের গোপনে গ্যাস কাটার ও দড়ি নিয়ে তার অভিযান চমকে দিয়েছে নেটিজেনদের।
ভারতের নয়াদিল্লির কালকাজি বেশ সম্ভ্রান্ত এলাকা। সেখানকার এক তিনতলা জুয়েলারি শোরুমেই হানা দিয়েছিল সে। এমনিতে পেশায় ইলেকট্রিশিয়ান হলেও ওসব ছেড়ে মাথায় চুরির মতলব নিয়ে চোর বাবাজি হাজির হয় ওই শোরুমে। মঙ্গলবার প্রায় সারা রাত ধরেই সে ছিল সেখানে। সব মিলিয়ে ১৩ কোটি টাকা মূল্যের ২৫ কেজি সোনা চুরি করে ভোরের দিকে চম্পট দেয়।
দক্ষিণপূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আরপি মীনা জানিয়েছেন, বুধবার সকালে শোরুমে এসে মাথায় হাত পড়ে যায় মালিকের। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশ শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে পিপিই পরা চোর দেখে। দেখা যায় রাত ৯টা ৪০ থেকে ভোররাত ৩টে ৫০ পর্যন্ত ওই শোরুমে ছিল অভিযুক্ত।
তবে এত করেও নিস্তার মেলেনি চোরের। দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে চোর বাবাজীকে। তদন্তে নেমে সবকিছু খতিয়ে দেখার পরে ক্রমে সন্দেহভাজনদের তালিকায় উঠে আসে অভিযুক্তেরও নাম। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নামে মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ।