দিন দিন বেড়েই চলছে কন্টাক্ট লেন্সের ব্যবহার। বিশেষ করে তরুণীরা খুবই আগ্রহী চোখ আকর্ষণীয় করে তোলার এই অনুষঙ্গে। অনেক নায়িকা-মডেলও…
শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ১৯টি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন জানান, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। বৃষ্টিপাত শেষ হয়ে যাওয়ার পর রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে। দেশের বিভিন্ন স্থানে এসময় থেকে কিছুটা শীত অনূভূত হবে বলেও জানান কাওসার পারভীন।
এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে কমেছে গত কয়েকদিনে ভ্যাপসা গরম। তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি ঠাণ্ডা বাতাসও বয়ে যাচ্ছে।