তথ্যপ্রযুক্তির এ সময়ে স্মার্টফোন নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির লকডাউনের সময়ে এর ব্যবহার বেড়েছে বহুগুণ। প্রায়ই দেখা যায়, অভিভাবকরা…
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। আশ্বিনী পূর্ণিমার এই উৎসবে চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলোতে জড়ো হচ্ছেন ভক্ত-অনুসারীরা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বুদ্ধপূজাসহ নানা পুণ্যানুষ্ঠান।
এবার সরকারি নির্দেশনা মেনে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নগরীর বৌদ্ধমন্দির চত্বরে সংক্ষিপ্ত পরিসরে ফানুস ওড়ানো হবে। এসময় সামাজিক দূরত্ব রাখার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিহারগুলোতে নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
বর্ষাবাস শেষে প্রবারণায় বৌদ্ধ ভিক্ষুরা নিজের দোষত্রুটি অন্য ভিক্ষুর কাছে প্রকাশ কোরে প্রায়শ্চিত্ত বিধানের আহ্বান জানান। এমনকি অজান্তে কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্যও ক্ষমা প্রার্থনা করেন তারা।