লন্ডন থেকে পালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সাথে যোগ দিতে সিরিয়ায় যাওয়া তরুণী শামীমা বেগমকে ব্রিটেনে ফেরার সুযোগ দেয়া হবে না…
দেশে আটকে থাকা প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চলমান সংকট নিরসনে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসীদের পাঠাতে নিয়মিত হচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটও। এবার তাদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশ সরকারের অনুরোধে আকামার (ওয়ার্ক পারমিট) আরও ২৪দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। প্রবাসীদের সৌদি পৌঁছে বাংলাদেশ বিমানকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিজের ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লেখা ছিলো এরকম- ‘সৌদিআরবে ৪ দিন বর্ধিত ছুটি ছিলো, আজকেই খুলেছে। সৌদিআরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোন ‘ছাত্র অধিকার আন্দোলন’ এটা জানার কথা নয়)।
সৌদি আরব সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নীচের সিধান্তগুলো নিয়েছে,
১। আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে বুধবার থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।
২। বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট ৪ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
৩। ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।’